Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিল্লির দূষণ নিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির অবাক করা বক্তব্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ১২:০২ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ১২:০২ PM

bdmorning Image Preview


ভারতের নির্ভয়াকে গণধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অক্ষয়কুমার দিল্লির দূষণ নিয়ে অবাক করা বক্তব্য দিয়েছে। এতে হতবাক হয়েছেন আইনজীবী মহলের একটা বড় অংশ।

ধর্ষক অক্ষয়কুমার ক্ষমাভিক্ষা নয়, নতুন করে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। তার যুক্তি, দিল্লির দূষণে তো এমনিতেই তার আয়ু কমছে। তা-হলে ফাঁসি দিয়ে লাভ কী!

তার আইনজীবী এ পি সিংহ দাবি করেন, ধর্ষণ ঘটনার দিন তার মক্কেল দিল্লিতেই ছিল না। আদালত চাইলে সাক্ষ্যপ্রমাণ দিতে পারেন।

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে গণধর্ষণের পরে চলন্ত বাস থেকে দিল্লির রাস্তায় ছুড়ে ফেলা হয়েছিল নির্ভয়াকে। অক্ষয়সহ চারজনকে ফাঁসি দিতে কাজ চলছে বিহারের বক্সার ও নয় দিল্লির তিহাড় জেলে।

Bootstrap Image Preview