Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাউকে ভয় পাই না জানিয়ে দিলেন রোহিত 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৭ AM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৭ AM

bdmorning Image Preview


ভারতীয় সহ-অধিনায়কের রোহিত শর্মার  চোখ  এই মুহূর্তে   ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ঘরে তোলা।  

যে ম্যাচের আগে মঙ্গলবার মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে রোহিত বলে দিলেন, ‘‘দেখুন, আমি বারবার বলতে চাই না যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে একটা দল তৈরি করতে চাইছি। ওই প্রতিযোগিতা এখনও অনেক দূরে। আমাদের এখন এই সিরিজটা জিততে হবে। তা হলেই ঠিক দিকে এগোতে পারব। আমরা যদি জিততে পারি, মাঠে নেমে নিজেদের কাজগুলো ঠিকঠাক করতে পারি, তা হলে দল তৈরির কাজটা এমনিতেই এগিয়ে যাবে।’’

রোহিতের ঘরের মাঠ, ওয়াংখেড়েতেই সিরিজ ফয়সালার লড়াই। তার আগে রোহিত ব্যাখ্যা করেছেন কেন ভবিষ্যতের থেকে বর্তমানের উপরে নজর রাখাটা বেশি জরুরি। তিনি বলেন, ‘‘আমরা এখন একটা ভাল দলের বিরুদ্ধে সিরিজ খেলছি। এর পরে শ্রীলঙ্কা আসছে। তার পরে আমরা নিউজ়িল্যান্ড যাব। তার পরেও বিশ্বকাপের আগে আমাদের হাতে বেশ কিছু টি-টোয়েন্টি ম্যাচ থাকবে। 

আমরা যদি বর্তমানের উপরে নজর রাখি, তা হলে বেশি উপকৃত হব।’’ রোহিত আরও বুঝিয়ে দিয়েছেন, একই ভুল বারবার করা যাবে না। তাঁর কথায়, ‘‘আমাদের আগে দেখতে হবে কী কী ভুল হচ্ছে। তার পর সেগুলো শুধরে নতুন একটা দল হিসেবে মাঠে নামতে হবে।’’

ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা কয়েক দিন আগে বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ কখন কী করবে, তা বলা খুব কঠিন। আর এ ব্যাপারটাই ওয়েস্ট ইন্ডিজকে ভয়ঙ্কর দল করে তুলছে। যে প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘‘জানি, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আগাম কিছু বলা যায় না। কিন্তু ঘটনা হল, তা বলে আমরা কাউকে ভয় পাই না। আগের দিন ওয়েস্ট ইন্ডিজ আমাদের চেয়ে ভাল খেলেছিল বলে জিতেছিল। আমরা পারিনি বলে হেরেছি।’’ তবে রোহিত এটা স্বীকার করেছেন যে, পোলার্ডের নেতৃত্বে এই ওয়েস্ট ইন্ডিজ দল অনেক বদলে গিয়েছে।

Bootstrap Image Preview