Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যে মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ১১:২০ AM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ১১:২১ AM

bdmorning Image Preview


আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা  ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি। 

আজ বুধবার মুম্বইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে আর মাত্র ৬ রান করতে পারলেই ঘরের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি। প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি অর্জন করার হাতছানি কোহলির সামনে।

বিরাট কোহলি বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে। এর আগে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং কলিন মুনরো নিজেদের মাঠে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

Bootstrap Image Preview