Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, জানুয়ারী ২০২০ | ৯ মাঘ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

গেইলকে ৫ ম্যাচের জন্য পেতে পারে চট্টগ্রাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ১১:১৫ AM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ১১:১৫ AM

bdmorning Image Preview


আজ থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু  বাংলাদেশ প্রিমিয়ার  লিগ বিপিএলে কয়টা ম্যাচ খেলতে পাবেন গেইল? এমন প্রশ্ন গেইলপ্রেমীদের মধ্যে প্রতি নিয়ত বিরাজ করছেন।   

আগেই খবর বেরিয়েছে, ৪ জানুয়ারির পর গেইলকে পেতে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই তারিখের পর অবস্থা বুঝেই ব্যবস্থা নেবে টিম ম্যানেজম্যান্ট।

তবে শেষ খবর হলো, গেইলকে পেতে মুখিয়ে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। তাদের মধ্যে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে হয়তো গেইল ৪ জানুয়ারির পর আসবেন। তবে সেই আসার আগে ‘যদি-তবে’ আছে। প্রথম কথা হলো, ৪ জানুয়ারির পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলা থাকবে মাত্র ২টি।

তাদের যদি সেরা চারে খেলার মতো অবস্থা থাকে কিংবা গেইল ম্যাজিকে শেষ দুই ম্যাচ জিতে প্লে’অফে জায়গা পাওয়ার মতো সুযোগ থাকে- তাহলে তারা এই সুযোগটিও নেবে। আর তা হয়ে গেলে অনিবার্যভাবেই প্লে’অফ ও ফাইনালসহ আরও ৩ ম্যাচ খেলার সুযোগ থাকবে।

Bootstrap Image Preview