Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২১ | ৭ মাঘ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

মধুচন্দ্রিমার ফাঁকে বিদ্যা অর্জনে মিথিলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ১০:৪৭ AM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ১০:৪৭ AM

bdmorning Image Preview


বিয়ের পরই দাম্পত্য জীবন রঙিন করে তুলতে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় গেছেন নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। আর মধুচন্দ্রিমার ফাঁকে ইউনিভার্সিটি দ্য জেনেভায় পিএইচডিতে নিবন্ধনও করেছেন বাংলাদেশের এই অভিনেত্রী।

গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় লেক গার্ডেনসে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। বিয়ের একদিন পরই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেন নবদম্পতি। মধুচন্দ্রিমার মাঝে জেনেভার ইউনিভার্সিটি দ্য জেনেভায় পিএইচডিতে নিবন্ধন করার কথা ছিল মিথিলার।

বিশ্ববিদ্যালয়ে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলার জন্য শুভকামনা জানিয়েছেন সৃজিত। পোস্টে তিনি লিখেছেন, ‘যা সিমরান যা, কার লে আপনি পিএইচডি!’ মধুচন্দ্রিমা শেষে সপ্তাহখানেক পর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

নানা গুঞ্জন শেষে গত শুক্রবার (৬ ডিসেম্বর) মিথিলা বিয়ে করেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে। দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। এ সময় তাদের সঙ্গে দেখা যায় মিথিলার মেয়ে আইরাকেও।

Bootstrap Image Preview