Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কবে মাঠে ফিরছেন হার্দিক পাণ্ডিয়া?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫ PM

bdmorning Image Preview


ইংল্যান্ডে পিঠের নিচের অংশে অস্ত্রোপচারের পর আপাতত রিহহ্যাবে রয়েছেন  টিম ইন্ডিয়ার এক নম্বর অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।

প্রথমেই অস্ত্রোপচারের ঝুঁকি নিতে চাননি, বেশ কয়েকদিন পর্যবেক্ষণে থাকার পর পিঠের নীচের অংশে চোট এতটাই গুরুতর যে ইংল্যান্ডের মাটিতে অস্ত্রোপচার করাতে হয়েছে। সফল অস্ত্রোপচারের পর আপাতত ক্রিকেট থেকে দূরে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন হার্দিক। অন্তত চার মাস পর আবার মাঠে ফিরতে পারবেন। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে কী ফিরবেন পাণ্ডিয়া?

হার্দিক জানান,"সত্যি কথা বলতে, এখন আমি বেশ ভালো আছি। আমরা সঠিক পথে কাজ করছি। অস্ত্রোপচারের পর কোনও কাজ খুব সহজ নয়। চোট এমন একটা জিনিস যার কোনও নিয়ন্ত্রন কারোর হাতে থাকে না। আমি চার-পাঁচ বছর ক্রিকেট খেলার পর দেখেছি, চোট যাতে না লাগে তার জন্য অনেকেই পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে থাকে। কিন্তু চোট তো খেলোয়াড়ের জীবনের অঙ্গ। কারণ তুমি কখনই বলতে পার না যে আমার চোট লাগবে না। আমি দ্রুত সুস্থ হয়ে ফেরার চেষ্টা করছি। "

Bootstrap Image Preview