Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুরস্কার না নিলে প্রধানমন্ত্রীকে অসম্মান করা হত: শাকিব খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ১০:০৩ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ১০:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমার জন্য যৌথভাবে ‘শ্রেষ্ঠ অভিনেতা’র পুরস্কার পেয়েছে শাকিব খান। এটা তার চতুর্থ জাতীয় পুরস্কার। কেমন লাগছে? জানতে চাইলে শাকিব জানান, ‘পুরস্কার ঘোষণার পর থেকে কিছু বিতর্ক ছিল।

তিনি আরও বলেন ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণার পর বিতর্কের জন্য ভেবেছিলাম পুরস্কার নেব না। কিন্তু আমি না নিলে প্রধানমন্ত্রীকে অসম্মান করা হতো।’

যাই হোক না কেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়াটা বড় ব্যাপার। প্রয়াত মান্না ভাই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কিন্তু উনি হাতে নিয়ে যেতে পারেননি। কারণ, তখন সময়মতো এগুলো দেওয়ার আন্তরিক চেষ্টা ছিল না।

বর্তমান প্রধানমন্ত্রী বছরের একটা দিন চলচ্চিত্রের মানুষদের সময় দেন। নিজে এসে পুরস্কার হাতে তুলে দেন, কুশল বিনিময় করেন এটাই ভালো লাগার বিষয়।’

প্রধানমন্ত্রী আপনাকে পুরস্কার দেওয়ার সময় হেসে কী যেন বলছিলেন? উত্তরে শাকিব বলেন, ‘উনি কেমন আছেন, তার শারীরিক অবস্থা কেমন এসব জিজ্ঞেস করছিলাম। আমাকেও জিজ্ঞেস করেছিলেন, আমি ভালো আছি কিনা, কাজ ঠিকঠাকভাবে করছি কিনা! সবমিলিয়ে উনি খুব খুশি ছিলেন।’

নিজের চলমান ‘বীর’ নিয়ে শাকিব খান বলেন, ‘খুব যত্নশীল হয়ে ‘বীর’-এর কাজ করছি। মৌলিক গল্পের সিনেমা এটি। একইসাথে গল্প নির্ভর সিনেমা। ইতোমধ্যে ৫০ শতাংশ কাজ হয়েছে। টানা শুটিং করছি।

‘বীর’ ঈদের সিনেমা না। তাই ঈদের আগেই মুক্তি পাবে এটা কনফার্ম। আগামী বছর শুরুর দিকে ‘বীর’ আসবে। খুব শিগগির ‘বীর’-এর ফার্স্ট লুক প্রকাশ করবো।’

 

Bootstrap Image Preview