Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলেকে বাঁচাতে কিডনি বেচতে চান মুক্তিযোদ্ধা বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


সন্তানকে বাঁচাতে বাবা-মা নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেন না। সন্তানের সুস্থ, সুখী জীবন দানের জন্য বাবা-মায়ের ত্যাগ কোনকিছুর সাথে তুলনা করা যাবে না।

তেমনি একজন বাবা চাঁদপুরের হাজীগঞ্জের মালাপাড়া গ্রামের অসহায় মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান পাটোয়ারী। যিনি ছেলেকে বাঁচাতে নিজের কিডনি বিক্রি করতে চান।

ছেলে শহীদ উদ্দিন অ্যানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র। অ্যানি লিভার সিরোসিসে আক্রান্ত। লিভারের ৪০ ভাগই অকেজো। বর্তমানে বারডেম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু চিকিৎসার ব্যয় বহনের সামর্থ্য না থাকায় মৃত্যুর প্রহর গুনছেন।

মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান পাটোয়ারী বলেন, ‘ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু অর্থাভাবে সেটি সম্ভব হচ্ছে না।‘

তিনি আরো বলেন, ‘আমি বাইপাস সার্জারি করিয়েছি। আমার ও ছেলের চিকিৎসায় প্রায় ৭-৮ লাখ টাকা খরচ হয়েছে। এখন আমি সহায় সম্বলহীন। তাই সরকার, প্রশাসন ও সহৃদয়বানদের সহযোগিতা কামনা করছি।‘

Bootstrap Image Preview