Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, অক্টোবার ২০২০ | ১৬ আশ্বিন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

অ্যাসিডে আক্রান্ত দীপিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৭ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৭ PM

bdmorning Image Preview


বিয়ের কার্য শেষ করে আবার বড় পর্দায় ফিরে আসল দীপিকা পাড়ুকোন। আর ফিরে আসাতেই যে সমস্ত লাইমলাইট তিনি কেড়ে নেবেন তার ইঙ্গিত পাওয়া গেল নতুন ছবিছাপাক’-এর ট্রেলারেই। দুমিনিটের একটু বেশি মাপের ট্রেলারে অ্যাসিড আক্রান্ত মিতালির চরিত্রে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিলেন দীপিকা।

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়েই তৈরি হয়েছে মেঘনা গুলজারের এই ছবি। লক্ষ্মী আগরওয়ালের ছবিতেই দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শুধুই অভিনয় নয়, মেঘনার এই ছবির প্রযোজকও দীপিকা।

রবিবারই ট্রেলার মুক্তির খবর দিয়েছিলেন দীপিকা নিজেই। এর আগেও এই ছবির নানা শুটিং স্টিল নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করেছেন বিক্রান্ত মাসে। ‘ছাপাক’ মুক্তি পাবে পরের বছর ১০ জানুয়ারিতে। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার নিয়ে উত্তেজনা তুঙ্গে।

 

Bootstrap Image Preview