Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আকরাম খানের বদলে রংপুর রেঞ্জার্সের পরিচালক সিরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:০৪ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানকে রংপুর রেঞ্জার্সের পরিচালকের দায়িত্ব দেওয়া হলেও মঙ্গলবার রেঞ্জার্সের জার্সি উন্মোচন ও অধিনায়ক এবং খেলোয়াড় পরিচিতি পর্বে ছিলেন না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তার বদলে স্পন্সর ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত হোন বিসিবির আরেক পরিচালক এনায়েত হোসেন সিরাজ।

রংপুর রেঞ্জার্সের জার্সির সঙ্গে ‘ইনসেপ্টা’ ফার্মাসিউটিক্যালসের লোগো যুক্ত হবার আগে এনায়েত হোসেন সিরাজ ছিলেন রাজশাহী রয়ালসের সঙ্গে। এখন তিনি যুক্ত হয়েছেন রংপুরের সঙ্গে। এর একটা কারণ, ইনসেপ্টা কোম্পানির গুরুত্বপূর্ণ পদে আছেন তিনি।

আকরাম খান কেন নেই বা কোন দলের সঙ্গে যুক্ত হয়েছেন এমন প্রশ্নে এনায়েত হোসেন সিরাজ বলেন, ‘এটা একটা ঘটনাচক্রে হয়েছে। যেহেতু আমি ইনসেপ্টা ফার্মাসিটিউক্যালের সত্ত্বাধিকারী, আমাদের দল যখন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে, সেখানে আমার তো ভূমিকা থাকবে। এই দলে আকরাম ছিল আর আমি ছিলাম রাজশাহীতে। আমাকে বোর্ড থেকে বলা হয়েছে আমি এখানে চলে আসব। আর ওখানে কে যাবে আমি জানি না।’

তবে এনায়েত হোসেন নিশ্চিত করে, আকরাম খান অন্য কোনও দলের সঙ্গে যুক্ত না হলে রংপুর রেঞ্জার্সের সঙ্গেই থেকে যাবে। সেক্ষেত্রে তার দায়িত্বটা কি হবে তা নিশ্চিত করেননি তিনি।

‘এখন আকরাম আমার সঙ্গেই আছে, তিনি থাকবেন। যদি সে অন্য কোথায় স্থলাভিষিক্ত না হয়। যেহেতু সে দলটা বানিয়েছে।’

এদিকে রংপুর রেঞ্জার্সের অধিনায়ক করা হয়েছে আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাবীকে।

Bootstrap Image Preview