Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জিপিএ-৫ পেতে নয়, নিজেকে যোগ্য হিসেবে গড়তে হবে: প্রতিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৯ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১ PM

bdmorning Image Preview


জিপিএ-৫ পাওয়ার জন্য নয়, যোগ্য হিসেবে নিজেকে গড়তে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি জানান, ‘তোমাদের যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে, জিপিএ ৫ পাওয়ার উদ্দেশ্যে নয়। বাস্তবমুখী শিক্ষায় যুগের সঙ্গে তাল মিলিয়ে লেখাপড়া করতে হবে। বিদেশে শিক্ষার চাহিদা রয়েছে, স্বশিক্ষিতের কোনো চাহিদা নেই। তোমাদের মাদক থেকে দূরে থাকতে হবে। অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে।’

গেল সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজের ছাত্র সংসদের অভিষেক ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এ সময় আরও বক্তব্য রাখেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ‘এখন চাকরির জন্য জাপান যেতে হবে না। জাপানিরাই বাংলাদেশের বিভিন্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে বিনিয়োগ করছে। এ সকল প্রতিষ্ঠানে কাজ করতে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। জাপানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য অনুরোধ করেছি। দেশে-বিদেশে দক্ষ কর্মকর্তা ও কর্মচারীর যথেষ্ট চাহিদা রয়েছে কিন্তু তাদের চাহিদা অনুযায়ী আমাদের দক্ষ জনবলের অভাব রয়েছে।’

Bootstrap Image Preview