Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পায়ু পথে ইয়াবা নিয়ে আকাশ পথে ঢাকায়, তারপরও হলোনা শেষ রক্ষা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০২:২৯ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০২:৪০ PM

bdmorning Image Preview


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১,৯২৫ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। পায়ুপথে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকায় এসেছিলেন এই মাদক ব্যবসায়ী।

বিমানবন্দর সূত্রগুলো জানায়, আবুল কাশেম (৫৪) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার কাছে পার্কিং এলাকায় ঘোরাফেরা করছিলেন। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরে তাকে হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তার পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

পরে তার পায়ুপথ থেকে এই ইয়াবা বের করে আনা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ঢাকার ফকিরাপুলের বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীদের কাছে চালান পৌঁছে দেয়ার জন্য তিনি ইয়াবা এনেছিলেন। কক্সবাজার থেকে নভোএয়ারের ফ্লাইটে তিনি পৌনে ৪টার দিকে ঢাকায় নামেন।

আটক কাশেম কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পাল্লানপাড়ার মৃত আলি আকবরের ছেলে।

বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

Bootstrap Image Preview