Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও নিষিদ্ধ হলো রাশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০২:১৩ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০২:১৬ PM

bdmorning Image Preview


সবধরনের আন্তর্জাতিক খেলার আসর থেকে ৪ বছরের জন্য নিষিদ্ধ রাশিয়া। বিশ্বের এন্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিকবড় ক্রীড়া আসরেচার বছরের জন্য নিষিদ্ধ হয়েছে রাশিয়া

অর্থাৎ, অনুষ্ঠিতব্য ২০২০ টোকিও অলিম্পিক এবং ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারবে না রাশিয়ার। অবশ্য যে সকল অ্যাথলেট ব্যক্তিগতভাবে ডোপ টেস্টে উত্তীর্ণ হবেন, তারা রাশিয়ার নাম ব্যবহার না করে খেলায় অংশ নিতে পারবেন।

গত সোমবার (৯ ডিসেম্বর) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়াডা’র কার্য নির্বাহী কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২১ দিন সময় রয়েছে রাশিয়ার হাতে এই নিষিদ্ধের বিরুদ্ধে আপিলের জন্য। এ সময়ের মধ্যে ওয়াডা’র হাতে রাশিয়ার এন্টি ডোপিং এজেন্সি (রুসাডা) তাদের পরীক্ষা কার্যক্রমের তথ্য নির্দেশনা অনুসারে প্রদান করলে নিষেধাজ্ঞা বাতিল বা শিথিল করা হতে পারে।

রাশিয়ার এই নিষেধাজ্ঞার মধ্যেই পরেছে ২০২০ সালের ইউরো কাপ। তবুও ২০২০ সালের ইউরো কাপে অংশ নেবে রাশিয়া কারণ ওয়াডা’র ‘আন্তর্জাতিক বড় আসর’ হিসেবে ইউরো কাপকে বিবেচনা করা হয়না।

এর আগেও ২০১৪ সালে সোচিতে অনুষ্ঠিত খেলায় রাশিয়াকে ডোপ টেস্টে ধরা পড়ার কারনে তিন বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।এ কারণে ২০১৮ সালে শীতকালীন অলিম্পিকে পতাকা ছাড়া অংশগ্রহণ করে রাশিয়ার ১৬৮ জন অ্যাথলেট।

Bootstrap Image Preview