Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন মুজিবুরকে দলে নেওয়ার কারণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০১:৫২ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বিপিএলের পর্দা উঠেছে ৮ ডিসেম্বর। মাঠের লড়াই শুরু হচ্ছে ১১ ডিসেম্বর থেকে। এবারের আসরে ৭টি দলের মধ্যে ৫টি দলই পরিচালনা করছে স্পন্সররা। বাকি দুইটি দলের তত্ত্বাবধানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পরিচালিত দুই দল হলো, রংপুর রেঞ্জার্স এবং কুমিল্লা ওয়ারিয়র্স।

এই দুই দলই বিসিবির নিয়ম মানছে না। বঙ্গবন্ধু বিপিএলে একজন করে নিয়মিত লেগস্পিনার এবং ১৪০ কিলোমিটার গতির পেসার খেলানোর বাধ্যবাধকতা দিয়েছে বিসিবি। অন্য দলগুলো এই নিয়ম মানলেও রংপুর এবং কুমিল্লায় নেই কোনো লেগ স্পিনার এবং গতিময় পেসার।

 কুমিল্লা ওয়ারিয়র্সের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন, বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন, ক্যারিবিয়ান পেসার ওশান থমাসকে দলে ভেড়াচ্ছেন তাঁরা। সেই সঙ্গে অফ স্পিন এবং দুসরা বোলার মুজিব উর রহমানকে দিয়ে লেগ স্পিনারের কোটা পূরণ করতে চান তাঁরা।

এ প্রসঙ্গে নান্নু বলেছেন, 'আমাদের দলে আফগান স্পিনার মুজিব উর আছেন। তিনি বিশ্বমানের স্পিনার। মুজিব উরই আমাদের শর্ত পূরণ করছেন। কারণ তিনি অফস্পিনের সঙ্গে লেগব্রেকও করেন। তাই কোনো সমস্যা নেই।'

জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিসের সঙ্গেও যোগাযোগ করেছেন তাঁরা। তাঁকে ছাড়পত্র দিচ্ছে না জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এ ছাড়া কুমিল্লা ওয়ারিয়র্সের ক্রিকেটার কুশল পেরেরাকেও ছাড়পত্র দেয়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। বঙ্গবন্ধু বিপিএলে দাসুন শানাকা এবং ভানুকা রাজাপাকসের অংশগ্রহণও নিশ্চিত নয়।

  

Bootstrap Image Preview