Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০১:১৯ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০১:১৯ PM

bdmorning Image Preview


আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই; এই শ্লোগানে সারা দেশের ন্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) বেলা ১১টায় কর্মসূচি দুটি উপলক্ষে উপজেলা প্রসাশন, মহিলা বিষয়ক কার্যালয় ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পৃথক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারী নেত্রী ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন মুক্তার সঞ্চালনায় দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে সুখী ও সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমান পারভীন,অফিসার ইনচার্জ(ওসি) আরিফুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলা আনজুম ভানু, কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি আমির হোসেন বিএসসি, সাধারন সম্পাদক তাজউদ্দিন শাহীন, দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য ও নারী নেত্রী নাজমা শিফা।

এসময় উপস্থিত ছিলেন, নারী নেত্রী পারভীন মুরাদ, শিক্ষক এনায়েত উল্ল্যাহ, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এমাম উদ্দিন,আজিজুর রহমান টিপু , আজিজুল হক খোকন, ডাক্তার ইবরাহীম সিরাজী, মোহাম্মদ নুরুল করিম শাহজাহান,আশ্রাফ লিংকন,হেলাল আরেফিন প্রমুখ।

এসময় উপজেলার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পাঁচজন সফল জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Bootstrap Image Preview