Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবারের বিপিএলকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে মিরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ১২:৩৭ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০১:৪২ PM

bdmorning Image Preview


২২ বছর বয়সী অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ , বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত তিন আসরে রাজশাহীর হয়ে খেলেছেন। তবে এবার বঙ্গবন্ধু বিপিএলে খুলনার জার্সিতে দেখা যাবে এই ক্রিকেটারকে।

মেহেদি হাসান মিরাজের জন্মভূমি খুলনা, ক্রিকেটে হাতেখড়িও এখানে। খুলনার হয়ে প্রথম খেলবেন তিনি । নিজ বিভাগের হয়ে বিপিএলে খেলার সুযোগ পাওয়ায় বেশ রোমাঞ্চিত এই তরুণ। বাড়তি প্রত্যাশার চাপকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।

মিরাজ বলেন, এবছর আমি খুলনাতেই খেলছি। এই কারণে বাড়তি প্রত্যাশা থাকবে সবার। এর আগে গত তিন আসর আমি রাজশাহীতে খেলেছি। দুই বছর হলো আমি খুলনাতে এসেছি। অবশ্যই আমার জন্য একটা চ্যালেঞ্জ থাকবে, কারণ ভালো খেলতে হবে, আর সবার প্রত্যাশা অনেক বেশি থাকবে। তাই অবশ্যই চেষ্টা থাকবে ভালো কিছু করার।’

আগামী ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মিরাজের খুলনা। দলটিতে বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান এবং রহমানউল্লাহ গুরবাজ।

খুলনা টাইগার্স:

দেশি: মুশফিকুর রহিম(অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম।

বিদেশি: রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ।

 

 

Bootstrap Image Preview