Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতের মুসলিমদের ভয়ের কারণ নেই'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ১২:২৮ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ১২:২৮ PM

bdmorning Image Preview


ভারতের লোকসভায় ৩১১ সাংসদের সমর্থন নিয়ে গতকাল মধ্যরাতে পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল। বিপক্ষে ভোট পড়ল মাত্র ৮০টি।

এদিন লোকসভায় বিলটি পেশ হওয়ার পর থেকেই প্রবল হইচই শুরু করে বিরোধীরা। টানা ১২ ঘণ্টা বিতর্কের পর পাস হয় বিতর্কিত এই বিলটি। 

বিরোধীদের দাবি ছিল, ভারতের মুসলিমদের নিশানা করতেই এই বিল আনা হয়েছে। পাশাপাশি দাবি করা হয়ে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এই বিলের মাধ্যমে।  কিন্ত ওই দাবি অস্বীকার করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দেশের মুসলিমদের ভয়ের কোনও কারণ নেই। বিরোধীদের প্রচারে ভারতের মানুষদের মধ্যে কিছুটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে। এদেশের মানুষকে জানিয়ে দিতে চাই, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশে সংখ্যালঘুদের ভয়ের কোনও কারণ নেই।

Bootstrap Image Preview