Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামের প্রথম ম্যাচে দেখা যাবেনা মাহমুদউল্লাহ ও গেইলকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ১২:১৭ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ১২:১৭ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বিপিএল, বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে বুধবার পর্দা উঠবে এবারের বিপিএলের

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, ভরসার একটি নাম। তিনি যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল মাতাবেন, তার সাথে আছেন ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়ররা।অন্যদিকে বিদেশি তারকাদের মধ্যে খেলবেন ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্স এর মত ক্রিকেটাররা।

যদিও প্রথম কয়েকটি ম্যাচে অনিশ্চিত থাকছেন চট্টগ্রামের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কলকাতার ইডেন গার্ডেন্সে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। এখনও পুরোপুরিভাবে সুস্থ হতে না পারায় তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট বোর্ড। মাহমুদউল্লাহর পাশাপাশি এই ম্যাচে খেলবেন না বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল, লেন্ডল সিমন্স ও কেসরিক উইলিয়ামস।

চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট থান্ডারও অবশ্য খুব একটা পিছিয়ে নেই। বিদেশিদের মধ্যে তারা দলে ভিড়িয়েছে আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ সামি, শিরফানে রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস, জীবন মেন্ডিসদের। এছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজিরা, এবাদত হোসেনরা।

নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে উন্মাদনার শেষ নেই দেশের ক্রিকেট প্রেমী মানুষের মধ্যে। এর আঁচ পাওয়া গিয়েছে গত রবিবার (৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের উদ্বোধনীতে উপচে পড়া ভিড় দেখা গেছে শের-ই বাংলা স্টেডিয়ামে। অনুষ্ঠানকে সফল করার জন্য আয়োজনের কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে এবার টুর্নামেন্টের মূল লড়াই দেখার প্রতীক্ষায় রয়েছে দর্শকরা।

Bootstrap Image Preview