Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংসদেই নাগরিকত্ব বিলের কপি ছিঁড়লেন ওয়াইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ১১:৩৬ AM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ১১:৩৬ AM

bdmorning Image Preview


ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় শীতকালীন অধিবেশনের প্রথম পর্বে সোমবার (৯ ডিসেম্বর) পাস হয়েছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। দুপুরে বিলটি আলোচনার জন্য পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর রাত সাড়ে ১২টায় পাস হয়।

তবে এই বিলে আপত্তি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই- ইত্তেহাদুল মুসলেমিনের (এমআইএম) সভাপতি ও হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। শুধু আপত্তিই নয়, লোকসভায় ওই বিলের কপি ছিঁড়ে ফেলেন তিনি।

প্রবল বিতর্কের মধ্যে সোমবার সংসদে দাঁড়িয়ে তিনি বিলের কপিটি ছিঁড়েন। তার এই কাজকে সংসদের ‘‘অপমান'' বলে দাবি করেন শাসক দলের সাংসদরা।

এর আগে ওয়াইসি বলেন, এটা দেশকে ভাগ করার প্রচেষ্টা। প্রস্তাবিত আইনটি আমাদের দেশের সংবিধানের বিরোধী।

‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ দলের নেতা আসাদুদ্দিন ওয়াইসি বরাবরই বলে এসেছেন প্রস্তাবিত আইন দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করবে।

তিনি দাবি করেন, এই নাগরিকত্ব বিল আরও এক দেশভাগের কথা বলছে। এটা করা হচ্ছে মুসলিমদের ‘রাষ্ট্রহীন’ করে দেওয়ার জন্য।

ওয়াইসি বলেন, গান্ধি ‘মহাত্মা’ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বৈষম্যমূলক নাগরিকত্ব কার্ডের বিরোধিতা করার পর।

তিনি প্রশ্ন তোলেন তিনি কেন তাহলে নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরোধিতা করবেন না। এরপরই বিলের কপিটি ছিঁড়ে ফেলেন।

বিজেপি সরকারকে অভিযুক্ত করে ওয়াইসি বলেন, এভাবে মুসলিমদের রাষ্ট্রহীন করতে চেয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে সরকার।

Bootstrap Image Preview