Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শুটিং চলছে বিপিএল এর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ১০:৫৭ AM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ১০:৫৮ AM

bdmorning Image Preview


যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের ক্রিকেটাররা মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করতে ব্যস্ত। তামিম ইকবাল সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করছেন। স্কোয়াডে যোগ দেয়া পাকিস্তানি লেগ স্পিনার শাদাব খানের বল ব্যাকফুটে গিয়ে কবজির মোচড়ে খেললেন তামিম। মাশরাফি বিন মর্তুজা প্রস্তুত পরের বল করার জন্য। ঢাকা প্লাটুনের অধিনায়ক দৌড় শুরু করতেই কোমরে ক্যামেরা বেঁধে তাঁর পেছনে ছুটলেন একজন। ওই ক্যামেরা পারসনের সহকারী ছুটলেন তার সঙ্গে। সিনেমায় কোনো ক্লোজ শট যেভাবে নেয়া হয়, মাশরাফির বোলিংয়ের দৃশ্য সেভাবেই ক্যামেরাবন্দী করা হচ্ছিল।

 

প্রথম দৌড়ে মনমতো শুট না নিতে পেরে দ্বিতীয়বার দৌড় শুরু করেন ক্যামেরা পারসন। এবার তিনি সফল। দূর থেকে যে কেউ মনে করবেন, এখানে সিনেমার শুটিং চলছে। একাডেমি মাঠের বাইরে থেকে তাকিয়ে থাকা দর্শকরা হয়তো এমনই কিছু একটা ধরে নিয়েছেন। মাশরাফি-তামিমদের নিয়ে কী কোনো সিনেমা বানানো হচ্ছে? না! ঢাকা প্লাটুনের থিম সংয়ের শুটিং ছিল এটা। দলটির থিম সং বানানোর দায়িত্ব দেয়া হয়েছে এক এজেন্সিকে।

মাশরাফি-তামিমের এই শুট শেষ হওয়ার পর জিব ক্রেনের সাহায্য পুরো দলের ক্রিকেটারদের একসাথে ফুটেজ নেয়া হয়। এ ছাড়া সব ক্রিকেটারের ছবি তোলার জন্য ছিলেন একজন ক্যামেরাম্যান। কীভাবে ব্যাট ধরতে হবে, কীভাবে দাঁড়াতে হবে, সেসব মুমিনুলকে বুঝিয়ে দেয়া হচ্ছিল। ক্যামেরাম্যানের কথা মতোই অঙ্গিভঙ্গি করে ছবির জন্য পোজ দিয়ে যাচ্ছিলেন মমিনুল। এমন সময় প্লাটুন স্কোয়াডের এক সদস্য বলেই বসেন ‘এটা কি শেষ হবে? নাকি পুরো অনুশীলনেই এমন চলবে?’

সকাল ১১টায় অনুশীলনে আসা ঢাকা প্লাটুনের সবচেয়ে বড় চমক ছিলেন শাদাব খান। ড্রাফটের বাইরে থেকে চুক্তি করা এই ক্রিকেটারকে হুট করে দলের সঙ্গে দেখে অবাক হয়েছেন অনেকেই। শাদাবের সঙ্গে ছিলেন আরেক বিদেশি ইংলিশ ক্রিকেটার লুইস রিস। তবে ঢাকায় সবচেয়ে বড় বিদেশি তারকা শহীদ আফ্রিদি এখনও ঢাকায় এসে পৌঁছাননি। জানা গিয়েছে, মঙ্গলবার অনুশীলনে যোগ দেবেন তিনি। আর ম্যাচের আগের দিন আসবেন শ্রীলংকার থিসারা পেরেরাসহ বাকিরা।

বিপিএল এলেই মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্রিকেটারদের ব্যস্ত হয়ে পড়তে হয়ে এসব কাজে। ব্যাটিং দিয়ে ক্রিকেট বিশ্বকে রাজত্ব করা ব্যাটসম্যানকেও স্পন্সরের কথা মতো বা মন রক্ষার্থে নিজের সহজাত আচরণ থেকে বেরিয়ে আসতে হয়। অবশ্য শুধু বিপিএল নয়, যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে এমন হয়ে থাকে। আইপিএল, পিএসএল, বিগ ব্যাশেও এসব সচারচর দেখা যায়। তবে বিপিএলের আগে এমন দৃশ্য আগে দেখা যায়নি।

Bootstrap Image Preview