Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিগারেটের টাকায় বাইক কিনলেন আরিফুল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৪ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মুহাম্মদ আরিফুল। তিনি দৈনিক আমার সংবাদের অনলাইন বিভাগের একজন সাব এডিটর। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত এই কর্মকর্তা। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় থাকেন ঢাকার রায়ের বাগে।

আরিফুল সাংবাদিকতায় নাম লেখিয়েছেন ২০১৪ সালে। এরপর থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাংবাদিকতায় পার করেছেন দীর্ঘ ৫ বছর। ২০১৫ সালে আরিফুলের জীবনে আসে প্রেমিকা আফিফা (ছদ্মনাম)। কখনো ভাবেননি মেয়েটি তার জীবনকে এভাবে বদলে দিতে পারে।

ঘটনা হল, আরিফুল যখন মেয়েটির প্রেমে পড়েন, তখন একটি শর্তই জুড়ে দেন। সেটি হল, মেয়েটিকে ভালোবাসলে সিগারেট ছাড়তে হবে আরিফুলকে। এতেই বদলে যায় তার জীবন। শুরু হয় নতুন পথচলা।

এদিকে সিগারেটবিহীন আরিফুল এখন বেশ উচ্ছল। কারণ তিনি জানতেন না এই টাকা একদিন তার জীবনকে অধিকতর সহজ করে দেবে। কথানুযায়ী আরিফুল সিগারেট ছেড়ে সেই টাকা প্রতিমাসে প্রেমিকার দেয়া বাক্সে জমাতে শুরু করেন। এরপর ২০১৫ সাল থেকে আরিফুল ওই বাক্সে টাকা রাখতে থাকেন।

২০১৯ সালে এসে আরিফুল ভাবলেন, তার একটি বাইক খুব প্রয়োজন। তবে তিনি ভাবতেই পারেননি, সেই জমানো টাকায় হয়ে যাবে বাইকটি কেনা। হঠাৎ একদিন উদ্বিগ্ন আরিফুল! কীভাবে বাইক কিনবেন, সেই চিন্তায় ঘুম হারাম হওয়ার অবস্থা। ঠিক এমন সময় তার মাথায় এলো বাক্সে জমানো টাকার কথা।

এরপর আরিফুল সিদ্ধান্ত নিলেন টাকার বাক্সটি ভাঙবেন। অবশেষে ভেঙে পুরোপুরি হতবাক আরিফুল! দেখলেন পুরো ৫০২০০ টাকা জমা হয়েছে। খুশিতে তিনি ছুটে গেলেন একটি বাইকের শো রুমে। গিয়ে কিনে ফেললেন ১২৫ সিসির বাইক। অবশ্য এতে তাকে পকেট থেকে আরও কিছু টাকা ভর্তুকি দিতে হয়েছে।

এদিকে আরিফুলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তার অনেক সহকর্মী বেশ উৎফুল্ল বিষয়টি নিয়ে।

Bootstrap Image Preview