Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিয়াজ ছাড়া রান্না হলে আ’লীগ ছাড়াও দেশ চলবে: রাঙ্গা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৭:২৬ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৭:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পিয়াজ কিনতে গিয়ে মানুষকে হিমশিম খেতে হচ্ছে জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশের দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। ফলে মানুষ আজ ভালো নেই। পিয়াজ ছাড়া অনেকে রান্নার কথা বলেছেন। পিয়াজ ছাড়া যদি রান্না হয়, তবে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটোরিয়াম মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব রাঙ্গা বলেন, সিরিয়া ও পাকিস্তান থেকে আমদানি করা পিয়াজের যে সাইজ, প্রায় এক কেজির মতো।

সম্মেলনে জাপার চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, দেশের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। কৃষকের ঘরে যখন ধান উঠে তখন কৃষক ধানের সঠিক দাম পায় না। তাদের কম দামে ধান বিক্রি করতে হয়। সরকার ভর্তুকি দিলেও সেটি কৃষকরা পায় না। মধ্যস্থ ভোগীরা এ সুবিধাটা নিয়ে নিচ্ছে। তাদের দুর্নীতির কারণে কৃষকরা আজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

জাতীয় কৃষক পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে সম্মেলন আরও বক্তব্য রাখেন- জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ও প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

সম্মেলন পরিচালনা করেন কৃষক পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার।

Bootstrap Image Preview