Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিটন-জাজাইকে বিষ্ফোরক হিসেবে দেখছে রাজশাহীর কোচ ওয়াইজ শাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ০২:৫৭ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


ওপেনার লিটন এবং জাজাই দুজনই মূলত আগ্রাসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। একজন বাংলাদেশি ওপেনার, অন্যজন আফগানিস্তানের। এবরের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন লিটন দাস ও হজরতউল্লাহ জাজাই।তাই পুরোপুরি ভরসাতেই আছে রয়্যালসের কোচ ওয়াইজ শাহ।

সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান গণমাধ্যমকে বলেন, 'দল নিয়ে খুবই সন্তুষ্ট। আমরা বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাস ও আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের মতো বিস্ফোরক ওপেনার পেয়েছি। আমি মনে করি আমাদের দলের ভারসাম্য যথেষ্ট ভালো।'

'টি-টোয়েন্টির চাবিকাঠি অলরাউন্ডাররা। আমাদের দলে রবি বোপারা ও আন্দ্রে রাসেলের মতো কয়েকজন অলরাউন্ডার আছেন যারা ফ্র্যাঞ্চাইজি আসর মাতিয়ে রাখেন। দলে শক্তিশালী অলরাউন্ডার থাকায় দারুণ সন্তুষ্ট ওয়াইজ শাহ,“ তবে আমরা এখনও কোনও ম্যাচ খেলিনি। আমাদের দেখতে হবে দল একসাথে কীভাবে খেলে। আশাকরি ২-৩ দিনের মধ্যে সবাই এক হবে”।মূল ম্যাচের অপেক্ষায় তিনি।

১১ ডিসেম্বর শুরু হবে বিপিএলের মূল পর্বের লড়াই। রাজশাহী নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ ডিসেম্বর। প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ শক্তিশালী ঢাকা প্লাটুন। দেশি ক্রিকেটারদের মধ্যে লিটন ছাড়াও রাজশাহীর স্কোয়াডে আছেন আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তাইজুল ইসলামরা।  

Bootstrap Image Preview