Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকার অনুশীলনে লুইস রিস এবং শাদাব খান, আসছেন আফ্রিদি-থিসারাও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ০১:৩০ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯, ০১:৩০ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যার পর্দা উঠছে রবিবার। গতকাল উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে ,আর আজকে সকাল ৯টা থেকে অনুশীলন শুরু করেছে অংশগ্রহণকারী প্রতিটি দল। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে অনুশীলনে আসে যমুনা ব্যাঙ্ক ঢাকা প্লাটুন।

ইংলিশ ক্রিকেটার রিসকে ১৭ই নভেম্বর অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে দলে ভেড়ায় ঢাকা প্লাটুন। এছাড়া পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খানকে ড্রাফটের বাইরে থেকে দলে নিয়েছে প্লাটুন্সরা। সোমবার ঢাকা ডাইনামাইটস কর্তৃপক্ষ ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।ঢাকার অনুশীলনে যোগ দিয়েছে শাদাব খান ও লুইস রিস

এই দুজন বিদেশী ছাড়াও ঢাকায় আরও আছেন পাকিস্তানের শহীদি আফ্রিদি, শ্রীলংকার থিসারা পেরারার মতো তারকারা। জানা গিয়েছে ১০ তারিখ দলের অনুশীলনে যোগ দেবেন আফ্রিদি।পূর্ণ শক্তির দল নিয়ে প্রথম ম্যাচে মাঠে নামার ইঙ্গিত আগে ভাগেই দিয়ে দিচ্ছে ঢাকা। ১২ ডিসেম্বর প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে  ঢাকা।ম্যাচের আগের দিন ঢাকায় আসবেন শ্রীলংকার থিসারা পেরেরা।  

ঢাকা প্লাটুনের নেতৃত্ব দিবে সম্ভবত মাশরাফি বিন মর্তুজা সে আছেন (এ+),ক্যাটাগরিতে তারা সাথে দেশীয় আরও আছেন: তামিম ইকবাল (এ+), এনামুল হক বিজয় (বি), হাসান মাহমুদ (ই), মেহেদি হাসান (বি), আরিফুল হক (বি), মুমিনুল হক (এ), শুভাগত হোম (বি),রকিবুল হাসান (সি), জাকির আলী (ডি)।

এছাড়াও বিদেশিদের মধ্যে আছে: শাহীদ আফ্রিদি (পাকিস্তান),শাদাব খান (পাকিস্তান),থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লরি ইভান্স (ইংল্যান্ড), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আসিফ আলী (পাকিস্তান), লুইস রিস (ইংল্যান্ড)।

 

Bootstrap Image Preview