Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আরচ্যারির দলগত ছয় ইভেন্টের সব গুলো ইভেন্টে স্বর্ণ জয় বাংলাদেশর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ১১:২৮ AM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯, ১১:৩৩ AM

bdmorning Image Preview


নেপালে অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ এসএ গেমসে আরচ্যারির দলগত  ছয় ইভেন্টের সবকটি স্বর্ণই জয় করে নিয়েছে বাংলাদেশ।পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত আরচ্যারির রিকার্ভ পুরুষ, মহিলা ও মিশ্র এবং কম্পাউন্ড পুরুষ, মহিলা ও মিশ্র বিভাগ থেকে স্বর্ণ ছয়টি জয় করে বাংলাদেশ।

গতকাল আরচ্যারির রিকার্ভ পুরুষ দলগত ইভেন্ট দিয়ে শুরু হয় চলমান ত্রয়োদশ এসএ গেমসের আরচ্যারি বিভাগ।রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে মো: রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গঠিত বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে শ্রীলংকাকে পরাজিত করে স্বর্ণ পদক জয় করে। এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে ভুটান।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ফাইনালে মোসাম্মৎ ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের সমন্বয়ে বাংলাদেশ দল ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে জিতে নেয় স্বর্ণ পদক। এখানেও ব্রোঞ্জ পদক জয় করে ভুটান।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে মো: রোমান সানা ও ইতি খাতুনের দল নিয়ে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে ভূটানকে হারিয়ে সোনার পদক জয় করে। এই ইভেন্টের ব্রোঞ্জ পদক লাভ করেছে শ্রীলংকা।

অন্যদিকে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে মো: সোহেল রানা, অসীম কুমার দাস ও মোহাম্মদ আশিকুজ্জামানকে নিয়ে গঠিত বাংলাদেশ ২২৫-২১৪ স্কোরের ব্যবধানে ভূটানকে হারিয়ে স্বর্ণ পদক জয় করে। কম্পাউন্ড মহিলা ইভেন্টেও স্বর্ণ জয়।ফাইনালে সুস্মিতা বনিক, সুমা বিশ্বাস ও শ্যামলী রায়কে নিয়ে গঠিত বাংলাদেশ ২২৬-২১৫ স্কোরের ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এতে ব্রোঞ্জ পদক পেয়েছে নেপাল।

এদিকে মো: সোহেল রানা ও সুস্মিতা বনিক ১৪৮-১৪০ স্কোরের ব্যবধানে স্বাগতিক নেপালকে হারিয়ে বাংলাদেশের জন্য আরচ্যারির ষষ্ঠ স্বর্ণ পদক জয় করেন কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে। শ্রীলংকা যেখানে লাভ করে ব্রোঞ্জ পদক ।

একইদিনে নারী ক্রিকেট থেকেও স্বর্ণ পদক লাভ করেছে বাংলাদেশ সেখানেও প্রতিপক্ষ ছিল শ্রীলংকা। ফলে দিন শেষে বাংলাদেশের ঝুড়িতে যুক্ত হয়েছে ৭টি স্বর্ণ পদক। অষ্টম দিন শেষে বাংলাদেশের সর্বমোট জয় করা স্বর্ণ পদকের সংখ্যা ১৪টি। আগামীকাল অনুষ্ঠিত হবে আরচ্যারির চারটি একক ইভেন্টের ফাইনাল। সেখান থেকেও চারটি স্বর্ণ পদক জয়ের আশা করছে বাংলাদেশ কন্টিনজেন্টের কর্মকর্তারা।

Bootstrap Image Preview