Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাচ-বাংলা ব্যাংকে আগুন, নারীসহ আহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৫ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সস্থ ডাচ-বাংলা ব্যাংক শিমরাইল শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছেন।

তবে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত সময়ের আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি সাধিত হয়নি। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত গ্রাহক ও কর্মচারী-কর্মকর্তারা দিকবিদিক ছুটাছুটি করায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকের ওই শাখায় সব ধরনের লেনদেন বন্ধ ছিল।

ডাচ-বাংলা ব্যাংক শিমরাইল শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, বেলা ১১টায় ব্যবস্থাপকের কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন ধরে যায়। দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ব্যাংকের গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়ে দিকবিদিক ছুটাছুটি করে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল হাই জানান, বিদ্যুৎের শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

Bootstrap Image Preview