Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা গণহত্যার শুনানিতে অংশ নিতে হেগে যাচ্ছেন সু চি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:১৬ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:১৭ PM

bdmorning Image Preview


রাখাইনে রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দায়ের হওয়া মামলার শুনানিতে অংশ নিতে নেদারল্যান্ডসে যাচ্ছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।

আন্তর্জাতিক আদালতে দায়ের হওয়া মামলা লড়তে স্থানীয় সময় রবিবার (৮ ডিসেম্বর) হেগের উদ্দেশে দেশ ছেড়েছেন সু চি। তার সঙ্গে আছেন বেশ কয়েকজন আইনজীবী ও সেনা কর্মকর্তা।

এই মামলার শুনানি শুরু হবে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর)। আর চলবে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত। শুনানিতে অং সান সু চি মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। এ সময় হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধরনের সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাত লাখেরও বেশি মানুষ।

চলতি বছরের ১১ নভেম্বর জেনোসাইড কনভেনশনের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে গাম্বিয়া। মামলা গ্রহণ করে মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন আন্তর্জাতিক আদালত।

Bootstrap Image Preview