Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৬০ শতাংশ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জটিলতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১ PM

bdmorning Image Preview


ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়সসীমা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১১ বছর।

এবছর যারা পঞ্চম শ্রেণি পাস করেছে তাদের ৬০ শতাংশের বয়স ১১ বছরের নিচে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তারা এ বছর কোথাও ভর্তি হতে পারছে না। তাদের অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। এ নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আগামী ২৯ ডিসেম্বর পঞ্চম শ্রেণির (পিইসি) ফলাফল ঘোষণা করা হবে।
এ বিষয়ে মোহনগঞ্জ সরকারি পাইলট হাই স্কুলের সিনিয়র শিক্ষক রফিকুজ্জামান ইদ্রীসি জানান, প্রাথমিকে ভর্তির কোনো নিয়ম ছিলো না।

এ কারণে পঞ্চম শ্রেণি যারা পাস করেছে তাদের বেশিরভাগেরই বয়স ১১এর নিচে। আমরা এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা যে সিদ্ধান্ত নেবেন তাই আমরা বাস্তবায়ন করবো।

এ বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান জানান, এই জটিলতা নিয়ে আমি শিক্ষা সচিব, ডিজি ও অন্যান্য কর্মকর্তারা সঙ্গে কথা বলেছি। তারা আশ্বস্ত করেছেন, অচিরেই এই সমস্যার তারা সমাধান করবেন।

Bootstrap Image Preview