Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, এপ্রিল ২০২০ | ২৪ চৈত্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

নওয়াজউদ্দিন সিদ্দিকীর বোন আর নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০২:২৮ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০২:২৮ PM

bdmorning Image Preview


বলিউডের শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বোন সায়মা তামশি সিদ্দিকী মারা গেছেন। মাত্র ২৬ বছর বয়সে অকালে চলে গেলেন তিনি।

জানা যায়, গত আট বছর ধরে ক্যানসারে ভুগছিলেন সায়মা। গত শনিবার (৭ ডিসেম্বর) পুনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নওয়াজউদ্দিন। বোনের মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি। বোনের চলে যাওয়ার খবর শুনেই ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে বোনের ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি জানান নওয়াজউদ্দিন। তিনি লেখেন, মাত্র ১৮ বছর বয়সেই আমার বোনের স্তন ক্যানসার ধরা পড়ে এবং তা চূড়ান্ত পর্যায়ে। শুধুমাত্র প্রবল ইচ্ছাশক্তি ও সাহসের জোরে সে সবকিছুর সঙ্গে লড়াই করছে। তার বয়স ২৫ পূর্ণ হলো এবং এখনো সে লড়াই করে যাচ্ছে।

Bootstrap Image Preview