Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএল সেরা হয়েছেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:৪৯ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:৪৯ PM

bdmorning Image Preview


এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বিপিএল ছয় আসর যেখানে পারফরম্যান্স দেখিয়েছেন দেশি-বিদেশি ক্রিকেটাররা । কিন্তু টুর্ন্টামেন্ট সেরা কেবল একজনই হয়।ছয় আসরের এই বিপিএলে অলরাউন্ডার সাকিব আল হাসান তার কর্তৃত্ব ফলিয়ে এসেছে।ছয় বারের তিন বার সে সেরা।মাহমুদউল্লাহ রিয়াদ, আশার জাইদি এবং ক্রিস গেইল তারা একবার করে।

২০১২ সালে শুরু হয় বিপিএল এর প্রথম আসর । সেই বিপিএলের অভিষেক আসরেই টুর্নামেন্ট সেরা হন সাকিব। অভিষেক আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে টুর্নামেন্টে ১১ ম্যাচ খেলেন তিনি। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছিলেন তিনি। ব্যাট এবং বল হাতে জ্বলে ওঠেন তিনি। এক হাফ সেঞ্চুরিসহ ২৮০ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৭.১১ ইকোনমিতে বোলিং করে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন এই

২০১৩ বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেন ২০১২ এর সেরা খেলোয়ার অলরাউন্ডার সাকিব আল হাসান২০১৩ বিপিএলেও অলরাউন্ডিং পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরা হন সেইবারও।দুই হাফ সেঞ্চুরিতে ১২ ম্যাচে ৩২৯ রান আসে তাঁর ব্যাট থেকে। ৬.২১ ইকোনমিতে তুলে নেন ১৫ উইকেট। ঢাকার শিরোপা ঘরে তোলার পথে বড় ভূমিকা ছিল সাকিবের।

পাকিস্তানের অলরাউন্ডার আশার জাইদি হন বিপিএলের তৃতীয় আসর এর সেরা খেলোয়ার । ২০১৫ সালে হয় তৃতীয় বিপিএল ।প্রথমবারের মতো কুমিলা বিপিএল শিরোপা ঘরে তোলে। যার পেছনে বড় ভূমিকা রেখেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। ব্যাট হাতে ১১ ম্যাচে এক হাফ সেঞ্চুরিতে ২১৫ রান এবং বল হাতে ৪.৭৮ ইকোনমিতে নেন ১৭ উইকেট।

২০১৬ সালে খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ হন টুর্নামেন্ট সেরা। ১৪ ম্যাচে ২ হাফ সেঞ্চুরিতে ৩৯৬ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। বল হাতেও রেখেছেন দলের জন্য অবদান। ৭.৪১ ইকোনমিতে বোলিং করে ১০ উইকেট নেন এই অফ স্পিনার।

২০১৭ সালে আয়োজিত আসরে বিপিএলের সেরা ক্রিকেটার হন রংপুর রাইডার্সের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। ১১ ম্যাচ খেলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই ব্যাটসম্যান। যেখানে ২ সেঞ্চুরি এবং ২ হাফ সেঞ্চুরিতে ৪৮৫ রান করেন তিনি।

২০১৯ বিপিএল  সর্বশেষ আসর আবারও বাঁহাতি সেই অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএলের সর্বশেষ আসরে (২০১৯) আবারও সেরা ক্রিকেটারের মুকুট ছিনিয়ে নেন তিনি ।এই টুর্নামেন্টে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলেন তিনি। ২ হাফ সেঞ্চুরিতে ৩০১ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বল হাতে ৭.২৫ ইকোনমিতে ২৩ উইকেট নেন সাকিব। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে ছিলেন তিনি।

Bootstrap Image Preview