Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের অভিশংসন তদন্তের শুনানিতে অংশ নিচ্ছে না হোয়াইট হাউজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলা অভিশংসন তদন্তকে ভিত্তিহীন বলে উল্লেখ করে এর শুনানিতে অংশ নেবে না বলে জানিয়েছেন হোয়াইট হাউজ।

প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে এই কথা জানিয়েছে হাউজ। এদিকে নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগত মোবাইল ব্যবহার করছেন।

বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান জেরল্ড নাডলারের কাছে লেখা চিঠিতে হোয়াইট হাউজের কাউন্সেল প্যাট সিপোলোনি বলেন, অভিশংসনের তদন্ত পুরোপুরি ভিত্তিহীন। কমিটি একটি প্রমাণও এখনো হাজির করতে পারেনি এবং শুনানিও সম্পূর্ণ শেষ হয়নি। অথচ এর আগেই স্পিকার ন্যান্সি পেলোসি অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হাউজের এক কর্মকর্তা জানান, এই তদন্ত নিরপেক্ষ নয়। এখানে তদন্তের আগেই স্পিকার অভিযোগ গঠন করার নির্দেশ দেওয়ায় সেখানে যাওয়ার সুযোগ নেই। নাডলার রিপাবলিকানদের সমালোচনাকে প্রত্যাখ্যান করে বলেছেন, জনগণ প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর জানতে চায়।

 

Bootstrap Image Preview