Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গোলাগুলিতে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৫ AM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৫ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 'দুই ডাকাত দলের' মধ্যে গোলাগুলি হয়েছে। শনিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুছনী রোহিঙ্গা ক্যাম্পের এইচ বক্লে এ ঘটনা ঘটে।

পৌনে ৯টার দিকে দুই ডাকাত দলের' মধ্যে গোলাগুলিতে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতরা হলেন, শামসুল আলম (৩২) এবং মো. রশিদ (১৩)। তারা ওই একই ব্লকের বাসিন্দা।

টেকনাফ থানার ওসি (ওপারেশন) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এসময় আহত অবস্থায় শামসুল আলম ও মো. রশিদ নামে দুই রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

Bootstrap Image Preview