Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বিপিএল দলগুলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:২৩ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:২৪ PM

bdmorning Image Preview


তারকাসমৃদ্ধ দল না এবারের বিপিএলের আসর ।টুর্নামেন্টের প্রথম দিক থেকেই মোমেন্টাম ধরে রাখতে চায় সিলেট থান্ডার। পাশাপাশি দলের প্রত্যাশা অনুযায়ী সেরাটা দিতে প্রস্তুত সিলেটের মোহাম্মদ মিঠুন। এদিকে, দেশি-বিদেশি তারকাদের সমন্বয়ে গড়া খুলনা টাইগার্সের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ভাল খেলা। 

আর রংপুর রেঞ্জার্সের স্পিনার আরাফাত সানি আসরে পরিকল্পনা মাফিক খেলার কথা জানিয়েছেন। সিলেট থান্ডারের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, আমার কাছ থেকে যেটা প্রত্যাশা করে সেটা যেনো আমি পূরণ করতে পারি সে চেষ্টা করবো। 

এবার অনেকটা সাদামাটা দল গড়েছে সিলেট। দলে তেমন বিদেশি তারকা ক্রিকেটারও নেই। যদিও সুরমা পারের ডেরায় কোচের দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকান হার্শেল গিবস। কোচের আস্থার প্রতিদান দিতে নিজেদের প্রস্তুত করছেন। এদিকে, বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রাইডার্স নাম বদলে হয়েছে রংপুর রেঞ্জার্স।

দলের দুই পেসার মোস্তাফিজ ও গত আসরের সবোর্চ্চ উইকেটধারী তাসকিন নিজেদের প্রস্তুত করতে নিয়মিত নেটে ঘাম ঝরাচ্ছেন। সেই সাথে স্পিনার আরাফাত সানিও বোলিংয়ে বেশ মনযোগী। সবমিলিয়ে আসরে পরিকল্পনা মাফিক খেলতে চায় রংপুর।এদিকে, অন্য দলগুলোর সাথেও অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন খুলনা টাইগার্সের ক্রিকেটাররা। 

যেখানে সব বিভাগেই সমান গুরুত্ব দিয়েছে মুশফিক-শান্ত-সাইফ-মিরাজরা। পাঁচ বিদেশি ক্রিকেটার মোহাম্মদ আমের, বরি ফ্রাইলিঙ্ক, রাইলি রুশো, জাদরান, গুলবাজ ৮ ডিসেম্বর যোগ দিলে দলের অনুশীলন আরো পূর্ণতা পাবে। বিশ্বাস টিম ম্যানেজার নাফিস ইকবালের।

খুলনা টাইগার্স টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, সবারই লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হবার কিন্তু যাদের পারফরমেন্স ভালো থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে।

Bootstrap Image Preview