Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমেরিকায় উবারে ২ বছরে ৫৯৮১ যৌন নিপীড়ন ও ৪৬৪ ধর্ষণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


২০১৭ ও ২০১৮ সালে আমেরিকায় উবারে প্রায় পাঁচ হাজার ৯৮১টি যৌন নিপীড়ন এবং ৪৬৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানিটি।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উবারের প্রকাশ করা সেফটি রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

উবারের এই রিপোর্ট অনুসারে, ৯২ শতাংশ ধর্ষণের ঘটনায় রাইডার ভুক্তভোগী ছিলেন। অন্যদিকে ড্রাইভাররা ভুক্তভোগী ছিলেন সাত শতাংশ ধর্ষণের ঘটনায়।

সম্মতি ছাড়া চুমো খাওয়া ও স্পর্শ করা এবং ধর্ষণের চেষ্টাকেও যৌন নিপীড়ন হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানিটির এই রিপোর্টে।

রিপোর্টে উবার মোট রাইডের সংখ্যার সঙ্গে যৌন নিপীড়নের সংখ্যা তুলনা করেছে। কোম্পানিটির মতে, অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৯৯.৯ শতাংশ রাইড সম্পন্ন হয়েছে।

রিপোর্টে অভিযোগকারী ও অভিযুক্তের বক্তব্য অন্তর্ভুক্ত করে দাবি করা হয়েছে যে ৪৫ শতাংশ ঘটনায় অভিযুক্তকে জবাবদিহি করা হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ড্রাইভারদের তাদের অভিজ্ঞতাগুলো জানানোর অধিকার আছে। এগুলো উবারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তাদের পক্ষে অবস্থান নেয়া উবারের দায়িত্ব।

 

Bootstrap Image Preview