Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কেনিয়ায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ১০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৭:১৯ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৭:১৯ PM

bdmorning Image Preview


কেনিয়ায় একটি বাসে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছে। তবে এই হামলায় কয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন তা জানায়নি কর্তৃপক্ষ। কেনিয়ার কতলু এলাকার রাস্তায় নির্জন একটি স্থানে বাসে হামলা চালায় বন্দুকধারীরা। ওই বাসটি ওয়াজির শহর থেকে মান্দিরায় যাচ্ছিল।

শুক্রবার একটি বাসে হামলা চালায় বন্দুকধারীরা। এতে পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। দেশটি বিদ্রোহী আল-শাবাব গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালায়।

এ সম্পর্কে কেনিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, একটি বাসে হামলা চালায় বন্দুকধারীরা। এতে পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। ওদের খুব নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।

এ দিকে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, আল-শাবাব এরই মধ্যে এই হত্যার দায় স্বীকার করেছে। তারা বলছে, নিহতদের মধ্যে গোয়েন্দা সংস্থার এজেন্ট এবং সরকারি কর্মকর্তারা রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বন্দুকধারীরা খুব কাছ থেকে যাত্রীদের গুলি করেছে। অবশ্য এ বিষয়ে কিছু জানায়নি কেনিয়া সরকার।

Bootstrap Image Preview