Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পেট্রোবাংলা ভবনের পর রাজধানীতে আরও দুই বাসে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:১১ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল সোয়া ৩টার দিকে কারওয়ান বাজারে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন লাগে। আর বিকেল পৌনে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে আগুন লেগে বিআরটিসির একটি দোতলা বাস পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মরত লিমা খানম বলেন, ‘বিকেল ৩ টা ৫০ মিনিটে কুর্মিটোলা হাসপাতালের সামনের সড়কে একটি ডাবল ডেকার বিআরটিসি বাসে আগুন লাগে। খবর পেয়ে ৪ টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

লিমা খানম আরও জানান, ‘এর আগে ৩ টা ১৫ মিনিটে কাওরান বাজারে একটি বাসে আগুন লাগে। ৩ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণ করে।

Bootstrap Image Preview