Bootstrap Image Preview
ঢাকা, ২৩ রবিবার, ফেব্রুয়ারি ২০২০ | ১০ ফাল্গুন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

সুইজারল্যান্ডে হানিমুনে যাচ্ছেন সৃজিত-মিথিলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৪২ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী ও বাংলাদেশের মডেল এবং অভিনেত্রী মিথিলা বিয়ে করেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর প্রকাশ্যে এসেছে সৃজিত-মিথিলার বিয়ের ছবিও। বিয়ের পর কোথায় হানিমুনে যাচ্ছেন তারা, জানা গেল সে খবরও।

মিথিলা গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার সুইজারল্যান্ডে হানিমুনে যাচ্ছেন তারা। হানিমুনের পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির রেজিস্ট্রেশনও করবেন মিথিলা। সুইজারল্যান্ডে একান্তে এক সপ্তাহ সময় কাটাবেন তারা।

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে মিথিলার প্রেম-বিয়ের গুঞ্জন চলছিল অনেকদিন থেকে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। এবার তাদের সেই প্রেম বিয়েতে পূর্ণতা পেল।

Bootstrap Image Preview