Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাহাত ফতেহ আলী খানের গানে চমক দেখাবেন নওশাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৩১ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৩১ PM

bdmorning Image Preview


উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের গানে মডেল হয়েছেন কাজী নওশাবা আহমেদ। রুনা লায়লার সুর ও সংগীত পরিচালনায় ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটির কথা লিখেছেন কবির বকুল।

শাহরিয়ার পুলকের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে নওশাবার সঙ্গে পর্দা শেয়ার করেছেন আবু হুরায়রা তানভীর। আগামী ১৩ ডিসেম্বর একটি তারকা হোটেলে গানটির উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে। নওশাবার অভিনয় জীবনের একটি ব্যতিক্রমী কাজ হতে যাচ্ছে এটি।

এদিকে অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করেছেন কাজী নওশাবা আহমেদ। মানবিকতার কাছে তিনি সবসময় নুয়ে থাকেন। তার এই মহৎ হৃদয়ের কথা সকলের জানা।

নওশাবা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি) সংস্থার সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসনের নিরলসভাবে কাজ করছে।

উল্লেখ্য, ঢাকা মহানগরীর অদূরে সাভারে একটি স্থায়ী পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন ভ্যালেরি এস টেইলর। বর্তমানে ভ্যালেরির এই কেন্দ্রটি সিআরপি নামে সমধিক পরিচিত। সমাজের প্রতিটি মানুষ যদি নিজের অবস্থান থেকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে তাহলে আর কোন অসহায় মানুষের জীবনে কষ্টের কালো ছায়া নেমে আসবে না। অন্য দশটি মানুষের মতো তারাও গর্বের সাথে বাঁচতে পারবে।

Bootstrap Image Preview