Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোগীর আত্মীয়দের হামলা থেকে বাঁচতে হাসপাতালেই ‘কুংফু-কারাতে’ শিখছেন চিকিৎসকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৭:০৩ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৭:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ডাক্তাররা নিজেদের নিরাপত্তার দাবিতে বহুবার ধর্মঘট, কর্মবিরতিতে নামলেও কখনওই সমস্যার সমাধান হয়নি। তবে এবার এই পরিস্থিতি থেকে ডাক্তারদের বাঁচাতে ভারতের সরকারি হাসপাতালের পক্ষ থেকে নীলরতন সরকার হাসপাতালে তাঁদের তাইকোনডোর প্রশিক্ষণ দেওয়া শুরু হল।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রোগী মারা গেলে সরকারি হাসপাতালের ডাক্তারদের উপরেই কোপ পড়ে বেশি। গ্রামে-গঞ্জে বা শহরে, নিজেদের জীবন প্রায় হাতে নিয়েই কাজ করতে হয় তাঁদের। কারণ একটু এদিক থেকে ওদিক হলেই তাঁদের উপর ধেয়ে আসে অভিযোগ, শুরু হয় মারপিট, ভাঙচুর। শিগগিরই প্রথম ব্যাচের ছ’জন জুনিয়র ডাক্তার ‘ব্ল্যাকবেল্ট’ তকমা পেতে চলেছেন। নিজেদের নিরাপত্তার কারণে কর্মরত অবস্থায় তাঁরা এবার আত্মরক্ষা করতে পারবেন।

কর্তৃপক্ষ জানায়, দেশের মধ্যে এন আর এস-ই প্রথম, যেখানে ডাক্তারদের এই বিশেষ পদ্ধতিতে মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হল। এর ফলে হাসপাতালে একসঙ্গে একগাদা রোগী দেখার স্ট্রেসও কমবে।

Bootstrap Image Preview