Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেভাবে পাবেন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৪ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৪ PM

bdmorning Image Preview


আগামী ৮ ডিসেম্বর জমকালো ভাবে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত থেকে মঞ্চ মাতাবেন বলিউড তারকা সালমান খান, ক্যাটরিনা কাইফ, কণ্ঠশিল্পী সোনু নিগাম, কৈলাশ খের এবং বাংলাদেশের দুই জনপ্রিয় শিল্পী মমতাজ ও জেমস।

জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট মুল্য ধরা হয়েছে। ক্লাব হাউজের টিকিটের মূল্য ১ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট আড়াই হাজার টাকা। এছাড়া সালমান খান, ক্যাটরিনা কাইফদের পারফরম্যান্স কাছ থেকে দেখতে চাইলে পেতে হবে মাঠের মাঝখানে বসার টিকিট। সেই টিকিটের জন্য গুনতে হবে ১০ হাজার টাকা।

কিন্তু টিকিৎ পাবেন কিভাবে? মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটে ও সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।

টিকিটের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হবে তিনটি চ্যানেলে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোর, গাজী টিভি ও মাছরাঙা।

Bootstrap Image Preview