Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

না ফেরার দেশে চলে গেলেন ইংলিশ কিংবদন্তী বব উইলিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৩২ PM

bdmorning Image Preview


ইংল্যন্ড  ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার বব উইলিস মারা গেছেন । থাইরয়েড
ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সে মারা গেলেন তিনি । 

উইলিসের পরিবার জানায়, ‘দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পর আজ শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন উইলিস। প্রিয় ববকে হারিয়ে আমাদের হৃদয় ভেঙ্গেছে। তিন ছিলেন একজন অসাধারণ স্বামী, বাবা, ভাই, দাদা বিবৃতিতে উইলিসের পরিবার জানায়, ‘দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পর আজ শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন উইলিস। 
এদিকে “লিজেন্ড অব ইংলিশ ক্রিকেট ” 

তার মৃত্যুতে গভীর  শোক প্রকাশ করেন   এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘ইংলিশ ক্রিকেটে তাঁর কৃত্বি চিরস্মরণীয় হয়ে থাকবে, ক্রিকেট একজন আন্তরিক বন্ধুকে হারালো।’

১৯৪৯ সালের ৩০মে ডরহামে জন্মগ্রহন করেন তিনি ।১৯৬৯ সালে প্রথম শ্রেণী থেকেই খেলাধুলা শুরূ করেন তিনি।  দুই বছর পর টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে উইলিসের। তবে বিদেশের মাটিতে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন তিনি। এরপর ১৯৭৩ সালে ওয়ানডে জার্সি গায়ে জড়ান তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে পা দিয়ে নিজের কারিশমা দেখান ডান-হাতি পেস বোলার উইলিস। ১৯৮১ সালের অ্যাশেজের হেডিংলিতে ৪৩ রানে ৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দেন তিনি।১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি ।

আর তার অবসান ঘটে ১৯৮৪ সালে ।  ক্রিকেট ক্যারিয়ারে ৯০ টেস্টে ৩২৫ উইকেট, ৬৪টি ওয়ানডেতে ৮০ উইকেট শিকার করেন ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার দীর্ঘদেহী এ পেসার। এছাড়া ৩০৮টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৮৯৯টি উইকেট নেন উইলিস।

ক্রিকেট ক্যারিয়ার শেষে ধারাভাষ্য ও বিশ্লেষণ নিয়ে ব্যস্ত সময় পার করেছিলেন উইলিস। কাজ করেছেন স্কাই স্পোর্টসের পোস্ট ম্যাচ বিশ্লেষক হিসেবে।

Bootstrap Image Preview