Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শপথ নিয়েই বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন জামায়াতের নতুন আমির!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৭:২৫ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৭:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাত্তরে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরোধীতাকারী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত নেতাদেরও স্মরণ করেন। অঙ্গীকার করেন গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারেরও।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতের নতুন আমির হিসেবে শপথ নেন তিনি।

শপথগ্রহণের পর তিনি বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে। একইসঙ্গ স্মরণ করছি জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীকে।

তিনি বলেন, বিজয়ের এই মাসে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সব শহীদ ও সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের যাদের বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রিয় জন্মভূমির স্বাধীনতা অর্জন করেছি।

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত নেতাদেরও নাম স্মরণ করেন জামায়াতের নতুন আমির।

Bootstrap Image Preview