Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তালিবানের সঙ্গে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ১২:২৭ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ১২:২৭ PM

bdmorning Image Preview


যুদ্ধবিরতি বিষয়ে কথা বলতে আফগান সন্ত্রাসীগোষ্ঠী তালিবানের সঙ্গে ফের আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েকদিনের মধ্যেই এই আলোচনা শুরু হবে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে ২০১৮ সালের জুন থেকে দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে তালিবান। এ বছরের সেপ্টেম্বরে উভয় পক্ষ একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছায়। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তবে সম্প্রতি দুই পক্ষের বন্দি বিনিময়ের পর যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন করে আশা দেখা দিয়েছে। এ ব্যাপারে তালিবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করছেন জালমায় খালিজাদ। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে দেখা করতে তিনি এখন কাবুলে অবস্থান করছেন।

জানা গেছে, সেখান থেকে কাতারে যাবেন খালিজাদ। আর সেখানে তালিবান নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তালিবান নেতারা এখন অবস্থান করছেন কাতারের দোহায়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর থেকে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। তালিবান নেতারা চান, দেশটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হোক।

Bootstrap Image Preview