Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করা ছাড়া আর কোনো পথ নেই: রুহানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬ AM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬ AM

bdmorning Image Preview


মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যের ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমাদের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করায় এবার তাদেরকে প্রতিরোধ করতে হবে। তবে তেহরান এখনো আলোচনার দরজা বন্ধ করে দেয়নি।’

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানী তেহরানের মিলাদ টাওয়ারে আয়োজিত জাতীয় ইনস্যুরেন্স ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে অংশ নিয়ে রুহানি এসব কথা বলেন। ইরানি প্রেসিডেন্টের মতে, ‘আমরা বিশ্বাস করি ভুল এবং হিংসাত্মকমূলক এসব নিষেধাজ্ঞা সবার আগে প্রত্যাহার করতে হবে। এরপর উচ্চ পর্যায়ের সংলাপের বিষয়ে আলোচনা হবে। আমরা এক্ষেত্রে কোনো সমস্যাই দেখছি না।’

হাসান রুহানি বলেন, ‘সম্পূর্ণ সমঝোতার মাধ্যমে ইরানের পরমাণু অধিকারকে মেনে নেওয়া হয়েছে। যদিও এতদিন কেউই বিশ্বাস করতেন না যে, আমরা আলোচনার মধ্য দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর কাছ থেকে এই অধিকার নিশ্চিত করতে সক্ষম।’

এর আগে ২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি কমানোর জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে বিশ্বের ক্ষমতাধর ছয় দেশের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। যেখানে শর্ত ছিল ইরান তার পরমাণু কর্মসূচি কমিয়ে আনবে, যার বিনিময়ে তাদের উপর আরোপিত সকল অবরোধ ক্রমশ তুলে নেওয়া হবে। এতে চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি।

যদিও পরবর্তীতে গত বছরের ৮ মে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে একে একটি অকার্যকর চুক্তি বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি তেহরানের তেল বিক্রিতে অতিরিক্ত নিষেধাজ্ঞাও আরোপ করেন; যা এখনো অব্যাহত আছে।

Bootstrap Image Preview