Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ২০৮: অ্যামনেস্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview


ইসলামী প্রজাতন্ত্র ইরানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। এতে এখন পর্যন্ত অন্তত দুই শতাধিক লোকের প্রাণহানি হয়েছে।

সোমবার এক প্রতিবেদনে নিহতের সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যদিও দেশটিতে চলমান বিক্ষোভে হতাহতের নির্দিষ্ট কোনো সংখ্যা এখনও জানায়নি বার্তা সংস্থা ইরনা।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি নিহতের যে তথ্য প্রকাশ করা হয়েছে তাও প্রত্যাখ্যান করেছে তেহরান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, দেশটিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে এরই মধ্যে ২০৮ জনের প্রাণহানি হয়েছে। ‘উদ্বেগজনক’ এই মৃত্যুর সংখ্যাটি ‘বিশ্বাসযোগ্য প্রতিবেদনের ভিত্তিতে’ পাওয়া গেছে।

তবে প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি হবে। এদিকে চলতি বিক্ষোভে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে এখন পর্যন্ত অন্তত ৮ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৭ নভেম্বর ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে মন্ত্রণালয়ের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তিরা সাংবাদিকতার নামে বিশ্বের বিভিন্ন দেশে সিআইএ’র আর্থিক সহায়তায় প্রশিক্ষণ নেন। মূলত এমন অভিযোগের ভিত্তিতে সম্প্রতি তাদের গ্রেফতার করা হয়।

Bootstrap Image Preview