Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পুলিশের সাতে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্য নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৫:১৮ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview


জামালপুরের ইসলামপুরে পুলিশের সঙ্গে ‌‌‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আলী (৪০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

সোমবার গভীর রাতে যমুনার নদীর দুর্গম কুতুবুল্লার চরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। অভিযানে বিদেশি রিভালভার ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে ফেরার সময় আলীর সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও তখন পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে আলী ডাকাত গুলিবিদ্ধ হয়।আলীকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

নিহত মোহাম্মদ আলী বেলগাছার ইউপি সদস্য এবং তার বিরুদ্ধে হত্যা, নৌ-ডাকাতি ও মাদকসহ ১১ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, মোহাম্মদ আলীর বাড়ি এ উপজেলার বেলগাছা ইউনিয়নের প্রজাপতি চরে। তিনি বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় ৪টি ডাকাতি, ২টি খুন, ১টি অস্ত্র ও ৪টি মারামারির মামলা ছিল।

জামালপুর জেলা পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, কুখ্যাত আলী ডাকাতের অত্যাচারে যমুনার চরাঞ্চলে নদীপথে যাতায়াতকারী সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। আলী ডাকাতের নিহতের খবরে যমুনা চরাঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Bootstrap Image Preview