Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এএসআই সহ নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ০২:১৮ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯, ০২:১৮ PM

bdmorning Image Preview


সোমবার রাত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার রায়মনি নামক স্থানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে এ সময় চালকের আসনে থাকা তার শ্যালক জাহিদুল ইসলামও (২২) নিহত হন।

ঘটনাটি রাত তিনটার দিকে ঘটে। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে ত্রিশাল থানায় রেখেছে পুলিশ।

এর আগে আমিনুল ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় এএসআই হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ওই থানায় দায়িত্ব পালনকালে রিভলবার চুরির ঘটনায় সাময়িক বরখাস্ত হন। পরে তাকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়। এর মাত্র ৭ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে এএসআই আমিনুল ইসলাম ভালুকার নিজ বাসার উদ্দেশে নিজস্ব প্রাইভেটকার নিয়ে শ্যালকসহ রওনা দেন। এ সময় ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিলে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview