Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিজিবির হাতে বিএসএফ আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ১০:০৫ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ১০:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ’র একজন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় যশোরের বেনাপোল চেকপোষ্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করেছে বিজিবি।

আটককৃত বিএসএফ সদস্যের নাম শ্রী চৈতন্য। দুই দেশের উর্দ্ধৃতন কর্তৃপক্ষের সমঝোতায় তাৎক্ষণিকভাবে তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।

৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্টের ইনচার্জ সুবেদরা মিজানুর রহমান জানান, বাংলাদেশে সীমান্তবর্তী বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড় আঁচড়া গ্রামে খোকনের ছেলে আলী হোসেন অবৈধভাবে ভারতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আটক আলী হোসেন কৌশলে পালিয়ে বাংলাদেশ অভিমুখে দৌঁড়ে ঢুকে পড়ে। তাকে ধরতে পিছু নেয় বিএসএফের ৫ সদস্য। এক পযার্য়ে তারা নোম্যান্সল্যান্ড পেরিয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে বেনাপোল চেকপোস্টের পুরাতন ইমিগ্রেশন বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ে আলী হোসেনকে ধরে বেদম মারধর করে। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ছুটে আসে বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪ বিএসএফ সদস্য পালিয়ে গেলেও ধরা পড়ে বিএসএফের হেড কনস্টেবল শ্রী চৈতন্য।

পরে তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে হস্থান্তর করা হয়। তবে চোরাচালানী আলী হোসেন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

Bootstrap Image Preview