Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে পুলিশ পরিচয়ে ওসির বাড়িতেই ডাকাতি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০৯:২৮ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ০৯:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পটুয়াখালীর বাউফল উপজেলায় পুলিশ পরিচয়ে এক ওসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

রবিবার গভীর রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ঘরের মালিক মো. মনিরুল ইসলাম। তিনি বর্তমানে পিরোজপুরের নাজিরপুর থানার ওসি হিসেবে কর্মরত আছেন।

ঘটনার সময় ওই বাড়িতে তার মা নূরজাহান বেগম ও ভাই ফোরকান আকন ছিলেন।

বেগম নূরজাহান জানান, আনুমানিক রাত দেড়টার দিকে তাদের দ্বিতল ভবনের নিচতলার পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে পাঁচ-ছয়জনের একটি দল ভিতরে ঢোকে। পরে তার কক্ষের সামনে এসে পুলিশ পরিচয়ে দরজা খুলতে বললে তিনি দরজা খুলে দেন। পরে তাকে ও তার ছেলে ফোরকানকে জিম্মি করে নগদ ৬৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্নালঙ্কার লুট করে নিয়ে যায়।

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে। শিগগিরই অপরাধীদের আইনের আওয়তায় আনা হবে।

Bootstrap Image Preview