Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমার বাবা-মায়ের অত্যাচারে স্ত্রী আত্মহত্যা করেছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview


রাজধানীর ধানমণ্ডিতে মিতানুর আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

অভিযোগ উঠেছে, শ্বশুর-শাশুড়ির নির্যাতনে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় ধানমণ্ডি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন মিতানুরের বাবা।

পরিবারে পক্ষ থেকে জানানো হয়, রোববার রাত ৯টার দিকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের একপর্যায়ে গৃহবধূ মিতানুর বাথরুমে যান।

এ সময় মিতানুরের বাবা-মাও সেখানে উপস্থিত ছিলেন। অনেকক্ষণ পরও বাথরুম থেকে বের না হওয়ায় চাবি দিয়ে খোলা হয় দরজা। সেখানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে।

এদিকে মিতানুরের আত্মহত্যার জন্য তার স্বামী তামিম নিজের বাবা-মাকেই দায়ী করেছেন।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন তার বাবা-মা। তাদের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মিতানুর।

তামিম বলেন, ‘আমার মা সব সময় আমার স্ত্রীকে অত্যাচার করতেন। নানাভাবে অত্যাচার করতেন। নিচু ফ্যামিলি বলেই এমন করতেন।’

ধানমণ্ডি জোনের এডিসি আবদুল্লাহ হিল কাফি বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ধানমণ্ডি মডেল থানায় মিতানুরের শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview